এক নজরে,
কালের স্বাক্ষীবহনকারী বানার নদীর তীরে গড়ে উঠা ফুলবাড়ীয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আছিমপাটুলী ইউনিয়ন। কালপরিক্রমায় আজ আছিম ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম: ১২নং আছিমপাটুলী ইউনিয়ন পরিষদ
খ) আয়াতন৮৬৯৬.৪০ একর = ৩৫.২০(বর্গ কি: মি:)
গ) মোট লোক সংখ্যাঃ ৩৫৬৬৭,পুরুষঃ ১৮৪৭৭,মহিলাঃ ১৭১৯০
ঘ) গ্রামের সংখ্যা -৪টি
১। আছিমপাটুলী---১১৩৪৫
২। রামনগর--- ৯২৯১
৩। জঙ্গলবাড়ী----৮১২৪
৪। লাঙ্গলশিমুল---৬৯০৭
-----------------------
সবমোট=৩৫৬৬৭
৫। মৌজা ৭টি ।
৬। হাটবাজারের সংখ্যা= ১টি, আছিমবাজার।
উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম--টেম্পু,সি,এন,জি,বাস।
শিক্ষার হার ৬০.৩০(২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)
( ক) নিবাচিতপরিষদ সদস্য= ১৩ জন।
(খ) ইউনিয়ন পরিষদ সচিব= ১ জন।
গ) ইউনিয়ন গ্রামপুলিশ = ৬ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস